Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তির প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, কলেজছাত্র আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২০:২১

আটক কলেজছাত্র নাজমুল এহসান নাঈম। ছবি: সারাবাংলা।

ময়মনসিংহ: মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতারণা করায় নাজমুল এহসান নাঈম (২১) নামে এক কলেজছাত্রকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ি এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক নাজমুল আনন্দমোহন কলেজের গণিত বিভাগের ছাত্র। পূর্বে মেডিকেলে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে এ প্রতারণার পরিকল্পনা করেন। তিনি ভুয়া প্রশ্নপত্রের প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নাজমুল ফেসবুকে একটি ভুয়া আইডি ব্যবহার করে আসন্ন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করেন।  বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের নজরে আসলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তার সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/এসআর

আনন্দমোহন কলেজ কলেজছাত্র আটক প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা ময়মনসিংহ মেডিকেল ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর