রাঙ্গামাটিতে ৩ ইটভাটা বন্ধ করল প্রশাসন
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৩
১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৩
রাঙ্গামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার অবৈধ তিনটি ইটভাটা বন্ধ ও জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতবেক উপজেলার এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটার মালিককে মোট ২ লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।’
একইসঙ্গে পানির সাহায্যে কয়েক হাজার কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং ইটভাটা বন্ধের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।
সারাবাংলা/এইচআই