Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ঐক্যে ফাটল সৃষ্টি না হয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২০:০০

সর্বদলীয় বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

ঢাকা: জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে এ পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনায় সব রাজনৈতিক দল তাদের মতামত ও বক্তব্য দিয়েছে। আমরা প্রশ্ন করেছি যে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র এই পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। যদি থেকে থাকে, সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী? এগুলো নির্ধারণ করতে হবে। যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধ যে ঐক্য সৃষ্টি হয়েছে, তাতে ফাটল সৃষ্টি না হয়।’’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয়, সেই দলিটাকে অবশ্যই আমরা সম্মান করি। কিন্তু এটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়। যেকোনো রকম অনৈক্যের বীজ কেউ যাতে আমাদের মধ্যে বপন করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।’’

তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে সেই জাতীয় ঐক্যকে গণঐক্যতে রূপান্তরিত করা, রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করা, রাজনীতির সংস্কৃতির মধ্যে নিয়ে আসা এবং ঐক্য ধরে রেখে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখন লক্ষ্য।’’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

ঘোষণাপত্র টপ নিউজ ফাটল বিএনপি সৃষ্টি

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর