Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির হতে পারছে না’

স্পেশাল করেসপডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩০

শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে গণমাধম্যের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী

ঢাকা: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’ -এর উদ্যোগে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করছে, কেউ কুমিরের কান্না করছে এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন, সেই দেশ যেন কোনভাবেই স্থির হতে পারছে না। তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর এ দেশের সাহসী জনতা আর তাদের তারুণ্যের যে উচ্ছ্বাস, তাদের যে আত্মদান তা গৌরবান্বিত হয়েছে আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগরসহ প্রত্যেকটি জায়গায়।’

তিনি বলেন, ‘এ দেশের তরুণ ছাত্র-জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বজনতাকে এক ধরনের চমক দিয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ অপতথ্য দিয়ে যাচ্ছে— বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে!’

ভারতের উদ্দেশে রিজভী বলেন, ‘কোথায় অত্যাচার হচ্ছে? অত্যাচার তো করছেন আপনারা। দিল্লিতে জুম’আর নামাজ আদায়ের সময় পুলিশ দিয়ে মুসল্লিদেরকে আঘাত করা হয়েছে। তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘৪০০ বছর আগে সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদকে ভেঙেচুরে সেখানে মন্দির নির্মাণ করেছে ভারত। সংখ্যালঘুদের ওপর যত অত্যাচার অবিচার অনাচার হয় ভারতে, বাংলাদেশে হয় না। বাংলাদেশের হিন্দু-মুসলিম-খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে। অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে। যখন তারা দেখল এটা করেও লাভ হচ্ছে না তখন তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে।’

বিজ্ঞাপন

ভারতের উদ্দেশে রিজভী বলেন, ‘বাংলাদেশের মানুষের দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনাদের কত অস্ত্র আছে, সেনাবাহিনী কত বড়, ওটা দিয়ে বাংলাদেশেকে মাপতে পারবেন না। আপনারা বাংলাদেশের বিষয়ে কেন যেন এলোমেলো কথা বলছেন। আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন মেনে নিতে পারছেন না। শেখ হাসিনা আপনাদের স্বার্থ দেখত, বাংলাদেশের স্বার্থ দেখত না।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা দিনের ভোট রাত্রে করেছেন, মিডনাইট নির্বাচন করেছেন, ভোটারশূন্য নির্বাচন করেছেন। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই যা কিছু করার দরকার সেটা আপনাদের করতে হবে।’

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

আমরা বিএনপি পরিবার বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর