Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণহত্যা: সব মোবাইল অপারেটরকে তদন্তে সহায়তার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:২৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৩০

ঢাকা: জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনা তদন্তে দেশের সব মোবাইল অপারেটর কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

পরে তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিম মামলার তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তিকে ডাকতে পারে, যেকোনো তথ্য চাইতে পারে। ট্রাইব্যুনাল আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তারপর আমরা পৃথক দুটি বিষয়ে আবেদন করেছিলাম। আমাদের আবেদনের শুনানি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব মোবাইল ফোন অপারেটর কোম্পানি এবং বিটিআরসিকে তদন্তকাজে সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/এসআর

এনটিএমসি জুলাই গণহত্যা তদন্তে সহায়তার নির্দেশ সব মোবাইল অপারেটর

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর