প্রিমিয়ার ইউনিভার্সিটি চসিকের বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে: মেয়র
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৯
চট্টগ্রাম ব্যুরো: সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পরিবার থেকে ‘দখলমুক্ত’ করা প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি করপোরেশনের বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত উইন্টার কার্নিভাল ও পৌষপার্বণ অনুষ্ঠানে মেয়র একথা বলেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন, স্থাপত্য, গণিত ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৬ সালের পরে রাজনৈতিক বিভিন্ন কারণে এটি সিটি করপোরেশন থেকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। আমি বলতে চাই, এটি অবশ্যই জনগণের সম্পত্তি।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশনে আজ আমি মেয়র হয়েছি। আগামীতে জনগণ আমাকে ভোট না দিলে আমি মেয়র না-ও থাকতে পারি, আরেকজন মেয়র থাকবে। কিন্তু সম্পত্তিটা অবশ্যই সিটি করপোরেশনের থাকবে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি কখনোই হতে পারে না। সিটি করপোরেশনের বৈধ সম্পত্তি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলশ্রুতিতে আজ সিটি করপোরেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেয়েছে। আন্দোলনে যারা শরিক ছিল, তাদের আমি অভিনন্দন জানাই।’
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সিটি মেয়র।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম রণি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আমিনুল ইসলাম।
সারাবাংলা/আরডি/পিটিএম