Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে কারিগরি সহায়তা দিতে ইসিতে ইউএনডিপি’র অফিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২০:০০

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অস্থায়ী অফিসে বসবে ইউএনডিপি

ঢাকা: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আগামী জাতীয় নির্বাচনে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেবে। এ জন্য রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অস্থায়ী অফিসে বসবে সংস্থাটি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ইসি’র সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের বৈঠক শেষে সংস্থাটির অস্থায়ী অফিস বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সংস্থাটি’র কাছ থেকে কারিগরি সহযোগিতা নিতে ইসিতে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে।’

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও জানান, নির্বাচন ভবনের তৃতীয় তলার একটি রুমে নিয়মিত অফিস করবে সংস্থার সদস্যরা।

প্রসঙ্গত, জাতিসংঘ কোনো দেশের নির্বাচনে পরামর্শ, কারিগরি, লজিস্টিক, প্রশিক্ষণ, ভোটার তালিকা প্রণয়ন, জনসচেতনতা সৃষ্টিসহ নানা ধরনের সহায়তা করে থাকে। জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, নির্বাচনি আইন তৈরি ও পদ্ধতি নির্ধারণ এবং নির্বাচনকালীন মানবাধিকার রক্ষায় কাজ করে। অনেক সময় সংস্থাটি নির্বাচন পর্ববেক্ষকের ভূমিকাও পালন করে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের সমন্বয়ের কাজও করে থাকে। বাংলাদেশে অনুষ্ঠিত সব নির্বাচনেই কমিশনকে সরাসরি সহযোগিতা করে আসছে আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি।

সারাবাংলা/এনএল/এইচআই

ইউএনডিপি ইসি জাতীয় নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর