Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লস অ্যাঞ্জেলেসে দাবানল: বিপজ্জনক বাতাসের পূর্বাভাস, ‘জরুরি অবস্থার’ প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১১:৪৪

বিপজ্জনক তীব্র ঝড়ো বাতাসের পূর্বাভাসে জরুরি অবস্থা জারি হয়েছে, দমকলকর্মীরা নিচ্ছেন প্রস্তুতি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিপজ্জনক তীব্র ঝড়ো বাতাস সোমবারেই (১৪ জানুয়ারি) ফিরে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই বাতাস দাবানল আরও বাড়িয়ে দিতে পারে।

দেশটির আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায়, স্যান্টা অ্যানা বাতাস আবার সোমবার থেকে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে বইতে শুরু করবে আর বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

বিপজ্জনক পরিস্থিতিতে লাল সংকেতের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন,ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য পুরোপুরি ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এতে ৯২ হাজারেরও বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা।

লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, ‘আমরা এখনও স্পষ্ট করে কিছু জানি না। আমাদের অসতর্ক হয়ে পড়লে চলবে না।’

কর্মকর্তারা বলছেন, যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি সেসব জায়গায় দমকলকর্মীরা আগে থেকেই আগুন নেভানোর জন্য অবস্থান নিচ্ছেন। এর মধ্যে পলিসেইডস এবং ইটন অন্তর্ভুক্ত। এ দুই জায়গায় ৮ হাজার ৫০০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। আকাশ এবং স্থলপথে আরও বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

যদিও এতো প্রস্তুতি সত্ত্বেও কোনোকিছুরই নিশ্চয়তা নেই বলে স্বীকার করেছেন ক্রাউলি।

তিনি বলেন, ‘আমরা পরবর্তী অবস্থা কীভাবে মোকাবিলা করবো সে ব্যাপারে কখনোই নিশ্চিত না। পূর্বাভাস বলছে, ঘন্টায় ৭০ মাইল বেগে বাতাস বইবে। সেই বাতাসে বেড়ে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন।’

বিজ্ঞাপন

এদিকে, পলিসেইডস এর আগুন ১৪ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। সবচেয়ে বড় দাবানলের শিকার হয়েছে পালিসেইডস। যেখানে প্রায় ২৩ হাজার একর এলাকা পুড়ে গেছে। অন্যদিকে, ইটনে দ্বিতীয় বৃহত্তম দাবানলে ১৪ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়েছে। তবে আগুন ৩৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওদিকে, হার্স্ট-এ পুড়েছে ৭৯৯ একর। তবে সেখানকার আগুনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বড় এই দাবানলগুলো নিয়ন্ত্রণে আসতে শুরু করার মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে বিপজ্জনক বাতাস ফেরার সতর্কবার্তা দিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

জরুরি অবস্থা দাবানল লস অ্যাঞ্জেলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর