Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২১:৪১

মরদেহ। প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর খিলক্ষেত বড়ুরা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাউসার দেওয়ান (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাতিজা কবির দেওয়ান (৩০)।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে খিলক্ষেত বড়ুরায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে কাউসার দেওয়ানকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউসার দেওয়ানের চাচাতো ভাই মোবারক হোসেন দেওয়ান জানান, তাদের বাড়ি খিলক্ষেত বড়ুরা উত্তরপাড়া এলাকায়। নিহত কাউসার দেওয়ান ও আহত কবির দেওয়ান দুজন স্বদেশ প্রোপার্টির নিরাপত্তাকর্মী। বড়ুরা এলাকায় একটি ফাকা জায়গায় বালু ভড়াটের কাজ চলছে। রোববার বিকালে সেখানে আশিয়ান সিটির লোকজন এসে বালুর বস্তাগুলো কেটে নস্ট করে দেয়। আজকে আবার ১৫ থেকে ২০জনের একটি দল জায়গা দখল করতে আসে। এসময় কাউসার ও কবির বাধা দিলে তাদের কুপিয়ে আহত করে পরে খবর পেয়ে তাদের দুজনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কাউসার মারা যায়। আর কবির দেওয়ান এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছে। আশিয়ান সিটির সন্ত্রাস বাহিনী এই ঘটনা ঘটিয়েছে অভিযোগ পরিবারের।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহজাহান কবির জানান, খিলক্ষেত এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে কাউসার দেওয়ান নামে এক ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এই ঘটনায় কবির দেওয়ান নামে একজন আহত হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/এসআর

কুপিয়ে হত্যা খিলক্ষেত জমি নিয়ে বিরোধ রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর