Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎপাদন পর্যায়ে এলপি গ্যাসের ৭.৫% ভ্যাট ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২১:৪২

এলপি গ্যাস। ছবি সংগৃহীত

ঢাকা: এলপি গ্যাসের উৎপাদন পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৩ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ‘যেহেতু বর্তমানে এলপি গ্যাস বাসাবাড়ীতে রান্নার জ্বালানি, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে; এবং বর্তমানে গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানি কর্তৃক সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাস অপ্রতুল হওয়ার কারণে গার্মেন্টসসহ বিভিন্ন প্রকার শিল্প কারখানায় এলপি গ্যাস এর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সেহেতু, এলপি গ্যাস এর উৎপাদন ও ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এলপি গ্যাস (শিরনামা সংখ্যা ২৭,১১) এর উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করা হলো।’

এই আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এলপি গ্যাস টপ নিউজ ভ্যাট ছাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর