Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৮

আটক দুই মাদক ব্যবসায়ী। ছবি: সারাবাংলা।

বগুড়া: বগুড়ার শেরপুর ১৩০ বোতল ফেনসিডিলসহ মক্কা আলী (৫৫) ও জিয়ারুল হক (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার রাতে ঢাকা মহাসড়কে বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় নৈশ কোচ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত মক্কা আলী ও জিয়ারুল হক লালমনিরহাট জেলার আদিতমারির বাসিন্দা।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে চট্টগ্রামগামী একটি নৈশ কোচ থামিয়ে তল্লাশির সময় ১৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসআর

ফেনসিডিল বগুড়া মাদক ব্যবসায়ী আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর