বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও অভিভাবকদের প্রশিক্ষণ
১৩ জানুয়ারি ২০২৫ ১৭:০১
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও অভিভাবকদের স্পিচ থেরাপি, ইশারা ভাষা ও সাইন ল্যাঙ্গুয়েজ বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদরের মারিয়া এলাকায় কল্যানী ইনক্লুসিভ স্কুলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জে শামছুদ্দিন আয়েশা কল্যাণ সংস্থা এ আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় কল্যানী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক হাবীবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের পরিচালক ড. দৌলতুন্নাহার খানম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সমাজসেবা অধিদফতরের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্ত্তী। কর্মশালয় ২৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও অভিভাবকদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
সারাবাংলা/এসআর