Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধ্বংসী বার্সাকে নিয়ে গর্বিত ফ্লিক

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১০:৪৪

সুপার কাপ জয়ের পর আনচেলত্তিকে সান্তনা দিচ্ছেন ফ্লিক

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তার অধীনেই রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, এখানেও বার্নাব্যুর সেই বার্সাকে চান তিনি। সৌদির জেদ্দায় আরও ভয়ংকর রূপেই ফিরে এলো কাতালানরা। সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে বার্সা। শিরোপা জয়ের পর ফ্লিক বলছেন, দলের এমন বিধ্বংসী রূপে গর্বিত তিনি।

বিজ্ঞাপন

ফাইনালের শুরুতে এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল। পিছিয়ে পড়া বার্সা ঘুরে দাঁড়িয়েছে অবিশ্বাস্যভাবেই। হাফ টাইমের আগেই ৪-১ গোলে এগিয়ে গিয়ে জয় অনেকটাই নিশ্চিত করেন তারা। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয়ে রেকর্ড ১৫তম সুপার কাপ জিতল বার্সেলোনা। মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোতেও তাই রিয়ালকে লজ্জায় ডুবিয়ে বিশাল জয় তুলে নিল কাতালান ক্লাবটি।

জেদ্দার ফাইনালে বার্সার কাছে পাত্তাই পায়নি রিয়াল। ইয়ামাল-লেভানডস্কি-রাফিনহাদের এমন দাপুটে পারফরম্যান্সে দারুণ খুশি ফ্লিক, ‘আমি সত্যিই গর্বিত। ক্লাবের স্টাফ, সমর্থক, ফুটবলার সবাইকে নিয়েই। অবিশ্বাস্য একটা ফাইনাল হয়েছে। কোচ হিসেবে চিন্তায় ছিলাম। তবে সমর্থকদের জন্য দারুণ একটা ম্যাচ হয়েছে। প্রতি ম্যাচ থেকেই আপনার শিখতে হবে। আমাদের দলটা তরুণ, অনেক কিছু শেখার বাকি আছে। গত কয়েক সপ্তাহে আমরা খুব ভালো করতে পারিনি। এই জয়টা তাই অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য।’

শিরোপা জয়ের পর মৌসুমের বাকি সময়টাও ভালো পারফর্ম করার তাগিদ দিলেন ফ্লিক, ‘আজকে একটা ভালো দিন গেছে। আমরা বিশ্বের অন্যতম সেরা ক্লাবকে হারিয়েছি। সেটাও আবার টানা দ্বিতীয়বার! শিরোপা জিতে আমরা উচ্ছ্বসিত। এখন সময় এসেছে সামনের ম্যাচগুলো নিয়ে ভাবার।’

সারাবাংলা/এফএম

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সুপার কাপ হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

লজ্জার হারে বিধ্বস্ত আনচেলত্তি
১৩ জানুয়ারি ২০২৫ ১৩:১০

আরো

সম্পর্কিত খবর