Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বশেমুরবিপ্রবিতে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ২১:০১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সারাবাংলা।

বশেমুরবিপ্রবি: নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (১২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের জেলা উপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।

এসময় সহকারি পরিচালক বিজন কুমার রায়, সোহরাব হোসেন সোহেলসহ দুদকের অন্যান্য কমর্কর্তারা উপস্থিত ছিলেন।

দুদকের জেলা উপপরিচালক মো. মশিউর রহমান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেটে নিম্নমানের কাগজ সরবরাহ, কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার অব্যবহৃত হওয়া, কোটি টাকার আসবাবপত্র ক্রয়ে অনিয়ম, আসবাবপত্র বাইরে ফেলে রাখা, ৩২ বছর বয়সে চাকরিসহ বেশকিছু বিষয় সামনে এসেছে।

এছাড়া,কর্মকর্তাদের আত্মীয়স্বজনের নামে ট্রেড লাইসেন্স নিয়ে টেন্ডার বাণিজ্য করায় নজরুল ইসলাম হিরা ও কোটি কোটি টাকার আসবাবপত্র ক্রয়সহ প্ল্যানিং সংক্রান্ত দুর্নীতির দায়ে তুহিন মাহমুদসহ কয়েকজন কর্মকর্তার নাম সামনে এসেছে। এসব ফাইল ও কাগজপত্র যাচাই বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও জানান, দু-একটি বিষয়ে আমরা মামলারও প্রস্তবনা করবো। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দিবে সেভাবে মামলা দায়েরসহ বাকী কার্যক্রম পরিচালনা করা হবে।

সারাবাংলা/এসআর

দুদক দুদকের অভিযান বশেমুরবিপ্রবি

বিজ্ঞাপন

৪৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
১২ জানুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর