Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৮:১০

মানববন্ধন। ছবি: সারাবাংলা।

নরসিংদী: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় নরসিংদী প্রেসক্লাব এলাকায় এ মানববন্ধন করা হয়।

জড়িতদের শাস্তি নিশ্চিত করা; অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করা; তদন্ত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া এবং জড়িতদের মামলায় অন্তর্ভুক্ত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত স্বজনরা বলেন, পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ষড়যন্ত্রের পরিকল্পনার অংশ। এ ঘটনায় বিনাবিচারে ১৬ বছর ধরে নিরপরাধ বিডিআর সদস্যদের কারাবন্দি ও চাকরিচ্যুত করে রাখা হয়েছে। তাদের মুক্তির ব্যবস্থা ও চাকরিতে পুনর্বহাল করতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি।

সারাবাংলা/এসআর

নরসিংদী পিলখানা হত্যাকাণ্ড মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর