এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০
২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। সৌদিতে গেলেও ইনজুরির কারণে দেড় বছরে কালেভদ্রেই মাঠে নামতে পেরেছেন তিনি। হাতে গোনা কিছু ম্যাচ খেললেও দুই হাতে আয় করেছেন নেইমার। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাটো জানিয়েছে, ২০২৪ সালে প্রতি মিনিটে ৩০ কোটি টাকা আয় করেছেন নেইমার!
আল হিলালে যোগ দেওয়ার পরেই বড় ইনজুরিতে পড়েন নেইমার। ব্রাজিলের হয়ে খেলতে নেমে পাওয়া সেই ইনজুরিতে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৩ থেকে এখন পর্যন্ত আল হিলালের হয়ে মাত্র ৭টি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। গত বছর মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি। এই দুই ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেননি নেইমার, মাঠে ছিলেন মাত্র ৪২ মিনিট।
এই ৪২ মিনিটেই নেইমার যে আয় করেছেন, সেটা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। চুক্তি অনুযায়ী মাঠের বাইরে থাকলেও নেইমারকে পুরো বেতনটাই দিতে হয়েছে আল হিলালকে। ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। মিনিটের হিসেবে প্রতি মিনিটে নেইমার আয় করেছেন ২৪ লাখ ইউরো, বাংলাদেশি টাকায় যা ৩০ কোটির উপরে!
সেকেন্ডের হিসাব করলে প্রতি সেকেন্ডে নেইমার আয় করেছেন ৫০ লাখ টাকারও বেশি! গত বছর মাঠে নেইমার বল ছুঁয়েছেন ৪৫ বার। প্রতি টাচে তার পেছনে ক্লাবের খরছ হয়েছে প্রায় ১৪টি টাকার মতো!
এই মৌসুম শেষেই আল হিলালের সাথে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। মেসি-সুয়ারেজের সাথে ইন্টার মায়ামিতে খেলার ইচ্ছা পোষণ করেছেন নেইমার নিজেই। তবে শেষ পর্যন্ত নেইমারের ভাগ্যে কী আছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত।
সারাবাংলা/এফএম