Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের ৭ নম্বর ভবন থেকে নামছে আসবাবপত্র

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৩৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৬:৩২

আসবাবপত্র ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ছবি: সারাবাংলা

ঢাকা: সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন ফ্লোরের আসবাবপত্র ও কম্পিউটার নামানো হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসবাবপত্র নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণ সিটি করপোরেশনে। আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আসবাবপত্র নিয়ে যাচ্ছে রেলভবনে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব আসবাবপত্র, ফার্নিচার অস্থীয় অফিসে নিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, পোড়া ফ্লোরগুলো মেরামত শেষ করতে আরও ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রোববার (১২ জানুয়ারি) সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই পোড়া ভবনের আসবাবপত্র, ফার্নিচারসহ অফিশিয়াল জিনিসপত্র নামানো শুরু হয়। দুপুরের পর সেগুলো আলাদা করে গাড়িতে তোলা হয়।

কাজে নিয়োজিত শ্রমিকেরা জানিয়েছেন, যেসব আসবাবপত্র ও ফার্নিচার পুড়ে যায়নি, ব্যবহারযোগ্য রয়েছে, কেবল সেগুলো নামানো হচ্ছে।

এদিকে দেখা গেছে, সোফার ওপরে কয়েক পরদ ছাই জমে রয়েছে। টেবিলগুলোতেও ছাই জমে কালো হয়ে গেছে। চেয়ার, স্যুট স্ট্যান্ট ও কম্পিউটারে ধুলো ছাই জমে রয়েছে। এসব আসবাবপত্র শ্রমিকেরা ট্রাকে তুলছেন।

আগুনে পোড়া সাত নম্বর ভবন থেকে আসবাবপত্র নামিয়ে নিচে রাখা হয়েছে। ছবি: সারাবাংলা

যেসব আসবাবপত্র ও ফার্নিচার পুড়ে যায়নি এবং ব্যবহারযোগ্য, কেবল সেগুলোই আলাদা করে গাড়িতে তোলা হয়। ছবি: সারাবাংলা

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মালামালবহনকারী ট্রাক চালক ইব্রাহিম সারাবাংলাকে বলেন, ‘এগুলো আমরা রেলভবনে পৌঁছে দেব। আমাদের কর্মীরা ওখানকার স্থায়ী ভবনে সেট করে দেবে।’

বিজ্ঞাপন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজে নিয়োজিত কর্মী আনোয়ার হোসেন বলেন, ‘আমাদেরকে এগুলো দক্ষিণ সিটি করপোরেশনে পৌঁছে দিতে বলা হয়েছে। সেখানে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও একাংশ। এসব আসবাবপত্র থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে।’

এদিকে, সাত নম্বর ভবনের যে চারটি ফ্লোর পুড়ে গেছে সেগুলোর সংস্কার কাজ চলছে। এ প্রসঙ্গে গৃহায়ন এ গণপূর্ত সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান জানিয়েছেন, ফ্লোরগুলো সংস্কারে আরও সময় লাগবে। তিনি বলেন, ‘এ মাস লাগবে ঠিক করতে।’

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকান্ডে সচিবালয়ের সাত নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে ছাঁই হয়ে গেছে। ভবনটির এই ফ্লোরগুলোতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছিল। পুড়ে যাওয়া ফ্লোরগুলোতে থাকা মন্ত্রণালয় ও দফতরগুলো অস্থায়ীভাবে দক্ষিণ সিটি করপোরেশন এবং রেলভবনে কার্যক্রম শুরু করেছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আসবাবপত্র অপসারণ সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর