Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুমরাহকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে ভারত?

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫ ১২:৩১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১২:৩৭

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না বুমরাহ?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অবিশ্বাস্য বোলিং করে সিরিজ সেরা হয়েছেন তিনি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে জাসপ্রীত বুমরাহই ভারতের বোলিংয়ের মূল অস্ত্র। তবে সেই বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতকে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চোটের কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করতে পারেন বুমরাহ।

বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষভাগে পিঠের ইনজুরি নিয়েই খেলেছিলেন বুমরাহ। সিডনি টেস্টের প্রথম ইনিংসের মাঝপথে চোটের কারণে মাঠ ছাড়েন তিনি, গিয়েছেন হাসপাতালেও। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও বল হাতে দেখা যায়নি তাকে। সিরিজ শেষ হওয়ার পর পিঠের ইনজুরির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বুমরাহ।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির বাকি মাত্র এক মাস। অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রাথমিক স্কোয়াড করবে আজকের মাঝেই। এরকম অবস্থার মাঝেই ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, পিঠের ইনজুরি কারণে আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। মার্চের প্রথম সপ্তাহের দিকে সুস্থ হলেও পূর্ণ ফিট হতে আরও সময় লাগবে বুমরাহর।

আর এতেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বুমরাহর। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করতে যাচ্ছে ভারত। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচে মাঠে নামা অনেকটাই অনিশ্চিত বুমরাহর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। সেই ম্যাচের আগে বুমরাহ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা সেটা নিয়েও রয়েছে শঙ্কা।

গ্রুপ পর্বে যদি খেলতেই না পারেন বুমরাহ, তাহলে তাকে স্কোয়াডে রাখা হবে কিনা, সেটা নিয়েই দ্বন্দ্বে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১২ জানুয়ারি প্রাথমিক দল ঘোষণার শেষ দিন হলেও আইসিসির কাছে আরও এক সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছেন তারা। প্রাথমিক স্কোয়াড থেকে আগামী মাসের ১২ তারিখের মাঝে পরিবর্তন আনতে পারবে দলগুলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি জাসপ্রীত বুমরাহ ভারত

বিজ্ঞাপন

ভ্যাট: বাজারে নতুন আরেক আতঙ্ক
১২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

দেশে এইচএমপিভি শনাক্ত
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৯

রঙ্গ ভরা বিপিএল
১২ জানুয়ারি ২০২৫ ১৬:১৫

আরো

সম্পর্কিত খবর