‘যে যখন ক্ষমতায় গেছে সে তখন ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে’
১১ জানুয়ারি ২০২৫ ২১:৫২
ঢাকা: বাংলাদেশে যে যখন ক্ষমতায় গেছে, সে তখন ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার (১১ জানুয়ারি) বরিশাল টাউন হলে আয়োজিত ইসলামী আন্দোলনের ‘নগর সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বাংলাদেশ বহু আন্দোলন ও সংগ্রামের ফসল। বাংলাদেশের মানুষ স্বাধীনতার আগে ও পরে তাদের অধিকার আদায় ও ইনসাফের জন্য অনেক রক্ত দিয়েছে। কিন্তু, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কখনো পূরন হয়নি। ১৯৪৭ সালে রক্ত দিয়েছে, কিন্তু পেয়েছে পাকিস্তানিদের শোষণ। ১৯৭১ সালে রক্ত দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু, স্বাধীনতার ৫৩ বছরে এসেও সেই লক্ষ্য পূরন হয়নি। যে যখন ক্ষমতায় গেছে সে তখন লুটেরা, দখলবাজ, ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জাতি এগুলো আর দেখতে চায় না।’
তিনি বলেন, ‘২৪ এর অভ্যুত্থান প্রমাণ করে কোনো ফ্যাসিস্ট-খুনির খবরদারি জাতি মেনে নেয় না। তারা চায় একটি সুন্দর বাংলাদেশ। এ জন্য দরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আর এর অন্যতম উপাদান হলো জাতীয় সরকার। আর জাতীয় সরকার গঠনের সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো পি আর পদ্ধতির (সংখ্যানুপাতিক ভোট) নির্বাচন। এ পদ্ধতি জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করার মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভারসাম্য আনবে।’
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘দলীয় আধিপত্যবাদ এবং স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে পি আর পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এটি রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।’
বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগরের সভাপতি মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী, মাওলানা মুহাম্মাদ লুৎফুর রহমান প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম