Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিসানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫

‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে

ঢাকা: ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই ক্যান্সার আক্রান্ত জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (১১ জানুয়ারি) কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে জিসানের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

ইতোপূর্বে জিসানকে আরও ৪টি কেমোথেরাপির সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জিসানের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে।

জিসানের চিকিৎসক বলেছেন, সে সুস্থ হয়ে যাবে। আগামীকাল রোববার থেকে তার রেডিও থেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিও থেরাপির খরচ ৬০০০ (ছয় হাজার) টাকা করে।

নিহত আব্দুল্লাহ বিন জাহিদের মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় এই মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যান্সারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ

আমরা বিএনপি পরিবার ছাত্র আন্দোলন তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর