Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানেই কৃষকের কান্না সেখানেই পৌছে যাচ্ছে ‘স্বপ্ন’

সারাবাংলা ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ১৭:২৪

মেহেরপুর, রাজবাড়ী এলাকার কৃষকদের কাছ থেকে সরাসরি ফুলকপি কিনেছে স্বপ্নের টিম।

এবার শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বিভিন্ন এলাকার কৃষকরা। কাঙ্খিত দাম না পেয়ে অনেক কৃষকরা জমির সামনে বসে কান্না করছেন। সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তবে বিষয়টি দৃষ্টিগোচর হয়নি দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ র্কতৃপক্ষের। গত সপ্তাহে মেহেরপুরের কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাদের মুখে হাসি ফোটায় ‘স্বপ্ন’। এবার মেহেরপুরের পর রাজবাড়ীতে পৌছে গেছে স্বপ্ন, কৃষকদের কষ্ট কমানোর চেষ্টায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজবাড়ী এলাকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফুলকপি কিনেছে ‘স্বপ্ন’। সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটি রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকার ফুলকপি সবজি চাষি মিজান মন্ডল এবং টুকু শেখের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনে নেয়।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসরি এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে প্রথমে মেহেরপুরের কৃষকদের হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের।

এরপর রাজবাড়ী এলাকার কৃষকদের ফুলকপি বিক্রি নিয়ে হতাশার বিষয়টি জানতে পারি। স্বপ্নের টিম মেহেরপুরের পরে পৌছে যায় রাজবাড়ী। সেখানে হতাশাগ্রস্ত কৃষকদের ফুলকপি কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য শুক্রবার (১০ জানুয়ারি) থেকেই স্বপ্ন আউটলেটে থাকবে রাজবাড়ী এলাকার কৃষকদের জমির ফুলকপি। যেখনেই কৃষকের কান্না সেখনেই পৌছে যাবে ‘স্বপ্ন’ টিম। কৃষক বাঁচলে, বাঁচব দেশ।

সারাবাংলা/এনজে

আউটলেট স্বপ্ন

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর