সিইপিজেডে ২ কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ
১১ জানুয়ারি ২০২৫ ১৪:১৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৬:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) দুইটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।এদের মধ্যে প্রথম দফায় ১৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে সিইপিজেডের জেএমএসএস ও মেরিনকো নামে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘কাছাকাছি দুই কারখানার শ্রমিকদের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে। আমরা ঘটনাস্থলে আছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেএমএসএস কারখানায় শ্রমিক অসন্তোষ বিরাজ করছিল। বেতন-ভাতা নিয়ে দফায় দফায় শ্রমিকদের বিক্ষোভে কারখানা দুইদিন বন্ধ রাখার পর শনিবার (১১ জানুয়ারি) সকালে খুলে দেয়া হয়।
এদিকে শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে মেরিনকো কারখানার শ্রমিকরা বেতন-ভাতা নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকালে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন।
বিক্ষোভের একপর্যায়ে জেএমএসএস কারখানায় ঢিল ছোঁড়ার অভিযোগে শ্রমিকদের দু’পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ৫০ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা জানিয়েছেন।
চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল) হাসপাতালে গিয়ে দেখা গেছে, দুপুর দেড়টা পর্যন্ত ১৮ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কারো মাথা ফাটা, কেউ শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
সারাবাংলা/আরডি/এনজে