Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫ ১২:৪১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১২:৪৮

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে ইসরায়েলি বাহিনী কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলের এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহতেই অন্তত ৬ বার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়াও বেশ কয়েকটি সামরিক স্থাপনাতেও হামলা চালায় তারা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চড়া মূল্য দিতে হচ্ছে। হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ জানিয়েছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্রে অন্তত ১৩ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সানহানের হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় এক বিদ্যুৎ কর্মীসহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া সেখানকার বেশ কয়েকটি বাড়ি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটেনের একটি নৌ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রফতানি টার্মিনালেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে, শুক্রবারসহ গত ২৪ ঘন্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলার প্রস্ততি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হুতি বিদ্রোহীদের মামলার মুখে মার্কিন যুদ্ধ জাহাজ পিছু হটতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

সারাবাংলা/এসডব্লিউ

ইয়েমেন ইয়েমেনে ইসরায়েলি হামলা ইসরায়েল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর