Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৫৩৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ১১:১৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১১:১৬

পাঁচ হাজার ৩৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ছবি: সারাবাংলা

নওগাঁ: নওগাঁ জেলায় চলতি রবি ২০২৪-২৫ মৌসুমে পাঁচ হাজার ৩৬৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ৬৮ হাজার ৮২ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

ইতোমধ্যে পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে জেলার ৬০০ জন প্রান্তিক চাষী সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

নওগাঁ জেলায় উপজেলা ভিত্তিক পেঁয়াজ চাষের জমির পরিমাণ হচ্ছে- নওগাঁ সদর উপজেলায় ৪২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৩৭০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ৭০০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩৯৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৮৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৪৮৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৬৯০ হেক্টর, পোরশা উপজেলায় ৮৪০ হেক্টর, মান্দা উপজেলায় ৮১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২৮০ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদফতর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, সরকারি প্রণোদনার আওতায় ৬০০জন পেঁয়াজ চাষীর প্রত্যেককে এক বিঘা জমির বিপরীতে এক কেজি করে বীজ এবং ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

প্রণোদনা হিসেবে প্রত্যেক চাষী দুই হাজার ৭০০ টাকা মূল্যের এক কেজি বীজ এবং ১৯০ টাকা মূল্যের ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন। যার মোট আর্থিক মূল্য দুই হাজার ৮৯০ টাকা। সে হিসেবে জেলায় ৬০০ জন পেঁয়াজ চাষীকে ১৭ লাখ ৩৪ হাজার টাকা সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইআ

নওগাঁ পেঁয়াজ চাষ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর