Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা নদীতে ২ স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৫ ০১:১৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ০১:১৭

মেঘনা নদী। ফাইল ছবি

মুন্সীগঞ্জ: জেলার গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে কালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পরে বাবুল (৩৫) নামে একজনের মরদেহ দেখতে পান। নিহত অপরজন ওয়াদুদ মন্ডলের (৪০) মরদেহ পুলিশ আসার আগেই নিয়ে যান সঙ্গে থাকা লোকজন। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি কথা বলতে পারছেন না।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুই স্পিডবোটের সংঘর্ষ মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় তারাই পরবর্তী আইনি ব্যবস্থা নেবে। মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নিহত ওয়াদুদ মন্ডল মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পিয়াসের ভাই।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নদী মেঘনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর