Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটির ৩ অবৈধ ইটভাটা বন্ধ, দেড় লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ২১:৫৫

পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে ও স্ক্যাভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে

রাঙ্গামাটি: জেলার কাউখালী উপজেলায় অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা বন্ধ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালিয়েছে প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস মালিককে ৫০ হাজার করে মোট ১ লাখ  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইটভাটাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন নিভিয়ে ও স্ক্যাভেটর দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে কাউখালী উপজেলার তিনটি অবৈধ ইটভাতাকে ১ লাখ ৫০ টাকা জরিমানা করা হয়েছে এবং ইট ভাতাগুলো বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এইচআই

অবৈধ ইটভাটা রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর