Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহার

স্পেশাল করেসপডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:৫১

ডিএমপির উত্তরা পূর্ব থানা

ঢাকা: ডিএমপির উত্তরা পূর্ব থানা থেকে সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম পালানোর ঘটনায় বর্তমান ওসি মো. মুহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) পুলিশ সদর দফতর জানিয়েছে, ওসিকে প্রত্যাহার করে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উত্তরা পূর্ব থানার ওসির কক্ষ থেকে পালান শাহ আলম। অভিযোগ ওঠেছে, হত্যা মামলার আসামি শাহ আলমকে গ্রেফতার করে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় তিনি পালাতে সক্ষম হয়। গতকালই দায়িত্বে অবহেলার কারণে দায়িত্বরত একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) বদরখাস্ত করা হয়।

এদিকে ডিএমপি জানিয়েছে, পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরইমধ্যে বর্ডার পয়েন্টগুলোতেও রেট অ্যালার্টের কপি পৌঁছে গেছে। বিমানবন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

উত্তরা পূর্ব থানা ডিএমপি মো. মুহিবুল্লাহ শাহ আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর