Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আওয়ামী লীগ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৯:৫০

মিরপুর সিটিক্লাব মাঠে ‘জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উদ্বোধনকালে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারবাংলা।

ঢাকা: আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ফেলেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মিরপুর সিটিক্লাব মাঠে ‘জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর তারা (আওয়ামী লীগ) ফ্যাসিস্ট কায়দা রাষ্ট্র পরিচালনা করে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ। এর আগে, এই ক্রীড়াঙ্গন কোনো দিন দলীয়করণ করা হয়নি। কিন্তু, তারা দলীয়করণ করেছে। যার ফলে ট্যালেন্টেড খেলোয়াড় জাতীয় দলে খেলার সুযোগ পায় নাই। আজকে আমাদের যে নতুন যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের সবচেয়ে বেশি দরকার অরাজনৈতিক ঐক্য এবং মেধার চর্চা। এখানে সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে যেন ভালো খেলোয়াড় তৈরি হয়।’

তিনি বলেন, ‘একটা রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে, এটা আগে আমরা কখনো দেখি নাই। এটা আধুনিক রাজনীতিতে একটা আধুনিক চিন্তা। সেই চিন্তা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি।’

‘আমি যতটা বুঝতে পারি যে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের, যুবকদেরকে রাজনীতির পাশাপাশি একই সঙ্গে ক্রীড়াঙ্গনে তাদের পদচারণা থাকা উচিত- সেটাই তার মূল উদ্দেশ্য। সত্যিকার অর্থেই তারেক রহমান একটা অগ্রসর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন। সেই কাজে তিনি তরুণদের সম্পৃক্ত করতে চান’— বলেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের তরুণরা, যুবকেরা ক্রিকেটের খুব ভক্ত। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা। আমাদের সৌভাগ্য আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি একজন জাতীয় ফুটবলার। জাতীয় দলের খেলোয়াড়। তিনি যে রাজনীতিতে এসছেন, এতে রাজনীতি সমৃদ্ধ হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের দলের সঙ্গে ক্রীড়াঙ্গের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে ক্রিকেটের যে উৎকর্ষ সাধন হয়েছে, সেখানে আরাফাত রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

সারাবাংলা/এজেড/এসআর

আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর