Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ১২:৩১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তারেক রহমান এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে কৃতজ্ঞ। আমার পরিবার, দল এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ।’

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া এখন লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। ৭ জানুয়ারি তিনি ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন। পরের দিন ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিক-এ ভর্তি হন।

সারাবাংলা/এজেড/এনজে