Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২৩:৫৮

চাল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। প্রতিকেজি চাল ৩০ টাকা দরে বিক্রি হবে। আর জনপ্রতি পাঁচ কেজি দেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। এগুলো চলমান থাকবে। প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাজারে খাদ্যশস্যের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেলে বাজারদর স্থিতিশীল রাখার জন্য সরকার ওএমএস কার্যক্রম পরিচালনা করে থাকেন।
প্রসঙ্গত, দেশে চালের দাম এখন ঊর্ধ্বমুখী। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মিনিকেট চাল। মিনিকেট চালের কেজি ৮৫ টাকায় গিয়ে ঠেকেছে। যা এখন পর্যন্ত রেকর্ড। গত শুক্রবার (৩ জানুয়ারি) সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য ঘেটে দেখা গেছে, বছর ব্যবধানে নাজির ও মিনিকেটের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি। পাইজাম ও আটাশের দাম বেড়েছে ১৭ শতাংশ এবং মোটা চালের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। টিসিবি’র হিসাবে এই তিন ধরনের চালের দাম বছর ব্যবধানে গড়ে বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/জেআর/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর