Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৯:০৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২১:৩৫

বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী

ঢাকা: ‘জনগণের ওপর কর চাপিয়ে অন্তর্বর্তী সরকার জনসমর্থন হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘‘জনগণের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্র্বতী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে সরকার কর বাড়াতে পারে, কিন্তু আইএমএফের চাপে কর বাড়াতে পারে না। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিক মতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।’’

তিনি বলেন, ‘ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ংকর খুনিকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করছেন? তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা উচিত।’’

জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সংগীতশিল্পী বেবী নাজনীন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব প্রমুখ।

সারাবাংলা/এজেড/আরএস

রুহুল কবীর রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর