Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ছাড়া সংস্কারকে লেজিটেমেসি দিতে পারব না: মির্জা ফখরুল

স্পেশাল করেসপডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ১৮:২৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ২০:৫৫

দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠান। ছবি: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্টাকচার তৈরি করেন। সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারের পেছনে যে শক্তিটা লাগবে, সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটেমেসি দিতে পাবর না আমরা। এটা ফ্যাসিস্টরা পারবে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা শুনানীকালে আদালতে দেওয়া তার জবানবন্দির ওপর রচিত ‘রাজবন্দির জবানবন্দি’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ‘দ্যা প্যাট্রিয়ট’ প্রকাশনা সংস্থার ৩০০ পৃষ্ঠার এই গ্রন্থের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

আদালতে খালেদা জিয়া যেসব জবানবন্দি দিয়েছেন তাকে গ্রন্থরূপ দিতে নেপথ্যে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান এবং সাংবাদিক শফিক রেহমান ও খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খানের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আহ্বান জানাব, দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদেরকে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আমি রাজনৈতিক নেতাকর্মীদের যারা যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে। তারা দেশকে ভাগ করে ফেলবে, জনগণকে বিভক্ত করবে এবং বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম উসকানিমূলক কথা বলছে। আপনারা দয়া করে ওগুলোর মধ্যে যাবেন না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদর মধ্যে পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আরে ক্ষমতায় তো টিকে থাকবে তখনই যখন তুমি এটাকে তুমি সেটেল করতে পারবে। তার জন্য আমরা বারবার বলছি সংস্কার। এই সংস্কার তো আমরাই শুরু করেছি, প্রথম সংস্কারের কথা বলেছি। জিয়াউর রহমান প্রথম সংস্কর করেছে। তিনি এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এসেছিলেন।’

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্যে লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে পথে পথে লাখ লাখ মানুষ বিদায় জানিয়েছে এবং তিনি আন্তর্জাতিকভাবে যে সন্মানটুকু পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি।

ফকরুল বলেন, ‘ম্যাডামের প্রতি সন্মান স্বরুপ কাতারের আমির যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন সেজন্য আমিরের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাই বৃটিশ সরকারকে তারা সেখানে তার লন্ডনে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের চেয়ারম্যান তারেক রহমানসহ যারা আছেন তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করতে পেরেছেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, মাহমুদা হাবিবা, অ্যাক্টিভিস্ট হুমায়ুন কবীর, রেজাউর রহমান, ফসিউল আলম, কাজল রহমান, শিপন মোল্লা, ওয়াসিম ইফতেখারুল হক, আবদুর রহমান নূর রাজন, রেজওয়ানুল হক শোভন প্রমুখ।

সারাবাংলা/এজেড/ এইচআই

অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর