Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিডের মানবিক উদ্যোগ

সারাবাংলা ডেস্ক
৯ জানুয়ারি ২০২৫ ১৬:০০ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৪

সম্প্রতি রাজধানীর ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তিতে ক্লাব প্রেসিডেন্ট শাহজাহানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর এবং ডিস্ট্রিক্ট ৩২৮-এর আইএসও লিখা ঘোষ।

এই কর্মসূচির বিশেষ উদ্দেশ্য ছিল সম্প্রতি ঘটে যাওয়া কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করা হয়েছে।

ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিডের এ মানবিক উদ্যোগ শীতার্ত এবং বিপদগ্রস্ত মানুষের জন্য এক আশীর্বাদ হিসেবে এসেছে। ক্লাবের এ ধরনের কর্মকাণ্ড সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

সারাবাংলা/এএসজি

ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর