কর্ণফুলীতে ভেসে এল যুবকের অর্ধগলিত মরদেহ
৯ জানুয়ারি ২০২৫ ১৪:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ এখনও যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
বুধবার (৮ জানুয়ারি) রাতে নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার কর্ণফুলী নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন সারাবাংলাকে জানান, স্থানীয়রা কর্ণফুলী নদীতে আনুমানিক ৩৫ বছর বয়েসী যুবকটির লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ওই যুবকের পরনে গ্যাবাডিং প্যান্ট, জিন্সের কালো ফুল প্যান্ট, শার্ট ও সোয়েটার ছিল। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মুখে দাঁড়ি আছে।
এসআই কামাল বলেন, ‘মরদেহটি আমরা অর্ধগলিত অবস্থায় উদ্ধার করেছি। কমপক্ষে পাঁচ থেকে ছয়দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিচয় এখনও আমরা শনাক্ত করতে পারিনি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’
সারাবাংলা/আইসি/এমপি