ইয়ামালের গোলে সুপার কাপের ফাইনালে বার্সা
৯ জানুয়ারি ২০২৫ ০৯:১৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮
এই টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন তারা। স্প্যানিশ সুপার কাপের আরেকটি শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। সুপার কাপের সেমিফাইনালে গাভি ও ইয়ামালের গোলে অ্যাটলেটিক ক্লাব বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বার্সা।
সৌদি আরবের জেদ্দায় টুর্নামেন্টের প্রথম সেমিতে মুখোমুখি হয়েছিল বার্সা-বিলবাও। ম্যাচের শুরু থেকেই বিলবাওকে চাপে রেখেছিল বার্সা। ৪ মিনিটের মাথায় অল্পের জন্য গোল মিস করেছেন রাফিনহা। ১০ মিনিটে আবার গোলের সুযোগ নস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। ১৭তম মিনিটে অবশেষে ম্যাচে এগিয়ে যায় কাতালানরা। বালডের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে দেন গাভি।
ম্যাচে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বিলবাও। প্রথমার্ধের আগে দারুণ তিনটি গোলের সুযোগ পেয়েও একবারও বল জালে জড়াতে পারেনি তারা। আর এতেই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।
বিরতির পরপরই লিড দ্বিগুণ করে বার্সা। ৫২ মিনিটে গাভির বাড়ানো বলে গোল পান ইয়ামাল। তিন সপ্তাহ পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন তিনি।
৮২ মিনিটে এক গোল শোধ করে বিলবাও। তবে অফসাইডের কারণে বাতিল হয় ডি মারকোসের সেই গোল। ৮৬ মিনিটে আবার অফসাইডের ফাঁদে পড়ে বিলবাও। ইনাকি উইলিয়ামস গোল করলেও ভিএআরের কারণে সেটাও বাতিল করেন রেফারি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় বার্সা। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে খেলবেন তারা। দ্বিতীয় সেমিতে রিয়াল মাদ্রিদ ও মায়োর্কার ম্যাচে জয়ী দলের বিপক্ষেই আগামী ১২ জানুয়ারি ফাইনালে মুখোমুখি হবে কাতালানরা।
সারাবাংলা/এফএম