Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফরান নিশো

সারাবাংলা ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৩

ঢাকা: জনপ্রিয় অভিনেতা আফরান নিশো সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে ওয়াকারুর পার্টনারশিপটি ব্র্যান্ডটির আধুনিকতা ও তারুণ্যের প্রতীক হয়ে উঠবে, এমনটি আশা করছে ওয়াকারু।

বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় ওয়াকারু বাংলাদেশের কর্পোরেট অফিসে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। অনুষ্ঠানে ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ, পরিচালক রামেশ উমার, পরিচালক সাইফ শাহরিয়ার ইসলাম এবং ওয়েভমেকার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলমসহ ওয়েভমেকার বাংলাদেশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াকারু বাংলাদেশের সাথে এই পার্টনারশিপ নিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফরান নিশো। চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, “আমি শুধু ওয়াকারু বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডরই নই, আমি এখন এই পরিবারের একটি সদস্য।”

ফুটস্টেপস লিমিটেডের চেয়ারম্যান ভি নওশাদ বলেন, “আফরান নিশোর সঙ্গে এই পার্টনারশিপ ওয়াকারু বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার অনন্য প্রতিভা ও ব্যাপক জনপ্রিয়তা আমাদের ব্র্যান্ডের স্টাইল এবং মানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমরা বিশ্বাস করি যে, এই পার্টনারশিপ ওয়াকারুকে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে আরও দৃঢ়ভাবে
প্রতিষ্ঠিত করবে এবং গ্রাহকদের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত করবে।”

ওয়েভমেকার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম বলেন, “নিশোর মতো একজন প্রভাবশালী তারকার সঙ্গে কাজ করার মাধ্যমে ওয়াকারু গ্রাহকদের কাছে অনেক খ্যাতি অর্জন করবে এবং ব্র্যান্ডটির জনপ্রিয়তা আরো বৃদ্ধি করবে। তার জনপ্রিয়তা, স্টাইল ও ব্যক্তিত্ব এই ব্র্যান্ডটিকে আরো উপরে নিয়ে যাবে।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিগত ৩০ বছরের ফুটওয়্যার ফ্যাশনকে মাথায় রেখে ২০১২ সালে ওয়াকারুর যাত্রা শুরু হয়। ওয়াকারু নিয়ে এসেছে বিভিন্ন স্টাইলের ফুটওয়্যার, যা সকল শ্রেণির মানুষের নাগালের ভেতরে। আফ্রিকা ও সাউথইস্ট এশিয়ার পর ওয়াকারুর সকল প্রোডাক্ট এখন বাংলাদেশেও পাওয়া যায়।

সারাবাংলা/আরএস

আফরান নিশো ওয়াকারু বাংলাদেশ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর