Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৮

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে কাতারে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে সফররত ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২ দিকে কাতার আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন খালেদা জিয়া। যাওয়ার পথে কাতারে যাত্রা বিরতি করেন তিনি।

লন্ডনে পৌঁছার পর খালেদা জিয়াকে সেখানকার হাসপাতালে সরাসরি নিয়ে যাওয়া হবে। দেশটিতে অবস্থান করা বড় ছেলে তারেক রহমান তাকে বিমানবন্দরে রিসিভ করবেন।

সারাবাংলা/এজেড/এমপি

‘বেগম খালেদা জিয়া কাতার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর