Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মোজাহিদ

রাবি করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৬

সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল

রাবি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর এলাকায় শিবিরের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

ছাত্রশিবির সূত্রে জানা যায়, সদস্য সমাবেশে শাখা শিবিরের সভাপতি পদের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। এতে সদ্য বিদায়ী কমিটির সেক্রেটারি জেনারেল মোস্তাকুর রহমান সভাপতি নির্বাচিত হন। পরে সভাপতির পছন্দ অনুযায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ফয়সালকে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অ্যাক্সটেনশন বিভাগের মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তিনি সদ্য বিদায়ী কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সদস্য সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ছাত্রশিবির রাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর