থানায় যুবককে নির্যাতন, ওসি-এসআই’র বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআই
৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
চট্টগ্রাম ব্যুরো: যুবককে আটক করে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের সাবেক অফিসর ইনচার্জসহ (ওসি) দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে করা একটি মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করেছেন আদালত। মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
দুই বছর আগে কিডনি ডায়ালাইসিসের সরকারি ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে ওই যুবককে আটক করে নির্যাতনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনের ওপর বাদীর নারাজি আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৭ জানুয়ারি) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দিয়েছেন।
অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- নগরীর পাঁচলাইশ থানার সাবেক ওসি মো. নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজ।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান সারাবাংলাকে বলেন, ‘সিআইডি দুই পুলিশ কর্মকর্তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিল। বাদী এর ওপর নারাজি আবেদন দেন। আদালত নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি এসপি পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে পুনঃতদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।’
নির্যাতনের শিকার সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিমের (২৩) বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তার মা কিডনি রোগে আক্রান্ত। তিনি মাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডায়ালাইসিস করে আসছিলেন। কিন্তু আকস্মিকভাবে ফি বাড়ানোর ফলে তিনি বিপাকে পড়ে যান।
২০২৩ সালের ১০ জানুয়ারি সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের বাইরে কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করছিলেন রোগী ও তাদের স্বজনরা। সে সময় পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে মোস্তাকিমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
থানায় মোস্তাকিমের ওপর নির্যাতনের অভিযোগে তখনতার ওসি মো. নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজকে আসামি করে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলাটি করা হয়।
সারাবাংলা/আরডি/ইআ