ফেলানী হত্যার বিচারসহ ৩ দাবি জুলাই ঐক্য জোটের
৭ জানুয়ারি ২০২৫ ১৬:৪৩
জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল, বিএসএফ কর্তৃক ফেলানী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে জুলাই বিপ্লবে প্রতিষ্ঠিত ১৩টি সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য জোট’।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে, জুলাই ঐক্য জোটের মুখপাত্র সাইদ আহমেদ সরকার তাদের দাবিগুলো উত্থাপন করেন। দাবিগুলো হলো-
১. জুলাই বিপ্লবে খুনি হাসিনা, আওয়ামী লীগ ও তার দোসররা বিপ্লবী ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালিয়েছে দ্রুত তার বিচার করতে হবে।
২. গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
৩. ভারতীয় আধিপত্যবাদী শক্তি বিএসএফ কর্তৃক ফেলানী হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে, জুলাই ঐক্য জোটের সহকারী মুখপাত্র জাকি সুমন বলেন, ‘বিপ্লব কোনো আতশবাজি না, বিপ্লব কোন ব্যক্তিগত সম্পত্তি না যে কেউ তা বোগলবাদা করে রাখবে।’
তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘বিপ্লবের ৫ মাস পার হওয়ার পরও বিপ্লবের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না। এ সময় তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বিপ্লবকে ধরে রাখার আহ্বান জানান। ফ্যাসিস্ট হাসিনা ছিল দিল্লির দালাল। বিপ্লবের সঙ্গায়ন করে তিনি বলেন,জনগণ এখনো বিপ্লবকে বুঝে উঠতে পারেনি।তিনি আরো বলেন, বিপ্লবের কোন বাস্তবায়ন তিনি দেখতে পাচ্ছেন না।
জুলাই ঐক্য জোটের সদস্য তাসনিম বলেন,বিপ্লব পরবর্তী সময়ে আহতদের চিকিৎসা সুনিশ্চিত করা আর বিরোধী শক্তিকে বিচারের আওতায় আনা সরকারের মূল কাজ হলেও তারা তা নিশ্চিত করতে পারেনি।
জুলাই ঐক্য জোটের সদস্য সচিব সোহরাব হোসেন ফাহিম বলেন,ফ্যাসিস্ট আওয়ামীলীগের নিবন্ধন বাতিল না করলে,কবরে শায়িত ভায়েদের বিচার না হলে তারা মরেও ক্ষান্ত হবে না।
সারাবাংলা/এআইএন/এমপি