Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে সিএনজি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৫:৩৭

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি।

নাটোর: জেলায় সিএনজি চালিত থ্রি হুইলার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন যাত্রী।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদরাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিন জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন— নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশে অটোরিকশা করে নাটোরের উদ্দেশে আসছিলেন। তারা ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই যানবাহনসহ পেছনে থাকা অন্য একটি রিকশা একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্তত সাত জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অজ্ঞাত পরিচয় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এইচআই

নাটোর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর