Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৩:২৭

নিহত সুদেব হালদার

বরিশাল: ঝালকাঠিতে সুদেব হালদার (২৮) নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুদেব হালদার সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারের একটি মোবাইলের দোকান ছিল তার।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান রয়েছে। সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই সুকেশ হালদার বলেন, ‘কয়েকদিন আগে মোবাইল ঠিক করা নিয়ে এক ব্যক্তির সাথে ঝগড়া হয়। ধারণা করছি, এ কারণেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন, আমার ছেলে কারো সাথে কোনো দিন খারাব ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এই হত্যার বিচার চাই।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।’

সারাবাংলা/এনজে

বরিশাল ব্যবসায়ী হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর