Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোষ্য কোটা বাতিল চান চবি শিক্ষার্থীরা

চবি করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১৩:২৫ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনে দাঁড়ান শিক্ষার্থীদের একাংশ।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল এবং জুলাই আন্দোলনে হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনে দাঁড়ান শিক্ষার্থীদের একাংশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েজন সংগঠকও এতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদরে ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে, তারুয়ার ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাই নাই, ফরহাদের ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাই নাই , বাতিল চাই বাতিল চাই, পোষ্য কোটার বাতিল চাই, বিচার চাই বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই ‘ স্লোগান দিতে শোনা যায়।

মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ হোসেন বলেন, ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যই জুলাই-আগস্টে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়েই আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে কোনো পোষ্য কোটা থাকতে পারে না। পোষ্য কোটা থাকার জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি। তাই প্রশাসনকে অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে বিজ্ঞপ্তি দিতে হবে। অন্যথা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন এসেছে। কিন্তু দুঃখের বিষয় এই প্রশাসনের কাছে জুলাইয়ের আন্দোলনে হত্যাকারীদের বিচার চাইতে হয়। পোষ্য কোটা বাতিলের জন্য আন্দোলন করতে হয়। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের প্রটেকশনে পরীক্ষা দেয়। যা আসলে লজ্জা ছাড়া আর কিছু নয়। প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচার করতে হবে। সেই সাথে পোষ্য কোটা বাতিল করতে হবে। তা নাহলে আমরা আমরন অনশনে বসতে বাধ্য হব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআর/ইআ

চবি শিক্ষার্থী পোষ্য কোটা বাতিলের দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর