Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

লোকাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১০:০৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১১:৫০

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বেনাপোল: বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় সীমান্তের দৌলতপুরে ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও অপরাধ কমাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের আয়োজন করে বিজিবি। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নিজ নিজ বাহিনীর পক্ষে নেতৃত্ব দেন।

অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশীদ আনোয়ার।

বাংলাদেশের পক্ষে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আর ভারতের পক্ষে পাঁচ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিল।

উল্লেখ্য, বৈঠকে শীতকালীন সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও মানবপাচার বেড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ এসব অপরাধ দমন ও প্রতিরোধে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বিশেষভাবে বিজিবি অধিনায়ক সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড বন্ধে বিএসএফের সহযোগিতা কামনা করেন। বিএসএফের অধিনায়ক এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ছাড়া বৈঠক শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে বৈঠকটি শেষ হয়।

সারাবাংলা/ইআ

পতাকা বৈঠক বিজিবি-বিএসএফ বেনাপোল সীমান্ত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর