Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৫ ১০:১৪ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১১:৫৫

দেশের তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা। ছবি: সারাবাংলা

ঢাকা: রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়, তিন বিভাগ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। এ সময়
সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পেতে পারে।

বিজ্ঞাপন

বুধবারের (৮ জানুয়ারি) পূর্বাভাস বলছে, ওইদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে বর্ধিত দিনের আবহাওয়ার অবস্থা বলছে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারনে দেশের কয়েক বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারনে তাপমাত্রা কম অনুভূত হতে পারে।

সারাবাংলা/জেআর/এনজে
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো