খালেদা জিয়ার যাত্রাপথের রোডম্যাপ দিল বিএনপি
৬ জানুয়ারি ২০২৫ ২৩:২৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ০৮:৫৬
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যাত্রাপথের রোডম্যাপ দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে কে কোন পয়েন্টে অবস্থান করবে, সেই নির্দেশনা রয়েছে ওই রোডম্যাপে।
সোমবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল হোওয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ওই রোডম্যাপে দেখা যায়, খালেদা জিয়ার বাসা ফিরোজা থেকে গুলশান ২ নম্বর গোল চত্বর পর্যন্ত গুলশান ও বনানী থানা বিএনপি, গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা বিএনপি, বনানী কাঁচাবাজার থেকে কাকলী গোলচত্বর পর্যন্ত হাতিরঝিল, শিল্পকলা ও তেজগাঁও থানা বিএনপির নেতা-কর্মী সমর্থকেরা খালেদা জিয়াকে বিদায় সম্ভাষণ জানাবেন।
এছাড়া কাকলী গোলচত্বর থেকে আর্মি স্টেডিয়াম ফুটওভার ব্রিজের আগ পর্যন্ত কাফরুল, আদাবর, মোহাম্মদপুর ও শেরে বাংলানগর থানা বিএনপি, কুর্মিটোলা হাসপাতাল থেকে কুড়িল ফ্লাইওভারের আগ পর্যন্ত ভাসানটেক, মিরপুর, দারুসসালাম, শাহ আলী ও ক্যান্টনমেন্ট থানা বিএনপি, নিকুজ্ঞ পেট্রোলপাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত পল্লবী, রূপনগর, খিলগাঁও, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তর খান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা বিএনপির নেতা-কর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাবেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০ টায় কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। পরের দিন সকালে লন্ডন হিথ্রো বিমাবন বন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সোজা ‘লন্ডন ক্লিনিক’-এ নিয়ে যাওয়া হবে তাকে।
সারাবাংলা/এজেড/পিটিএম