Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থক, বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২০:৪৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৯

বিক্ষোভ। ছবি: সারাবাংলা।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় কমিটি গঠন কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি’র নেতা-কর্মীরা। মাঠ পর্যায়ে কমিটির তালিকায় আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে দাবি করে বিক্ষোভ করেন তারা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে তারা পৌর শহরে বিক্ষোভ মিছিল করলে উপজেলা কমিটি গঠন কার্যক্রম স্থগিত করা হয়।

মোংলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম গোরা বলেন, উপজেলা কমিটিতে যাদের সদস্য করা হয়েছে তাদের নিয়ে দলের একাংশের নেতাকর্মীদের আপত্তি ও অভিযোগ রয়েছে। যে কারণে কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জেলা বিএনপির সকল পর্যায়ের উপজেলা ও পৌর কিমিটি গঠনে মনিটরিং টিম গঠন করা হয়। সেই অনুযায়ী উপজেলায় ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের জন্য তালিকা তৈরি করে স্থানীয় দায়িত্ব প্রাপ্ত নেতারা। কিন্ত সেই তালিকায় বিএনপির ত্যাগী কর্মীদের নাম না রেখে আওয়ামী লীগ সমর্থকেদর নাম আসায় বিক্ষোভ করা হয়।

এ সময় নেতাকর্মীদের তোপের মুখে কমিটি ঘোষণা স্থাগিত করে সম্মেলন প্রস্তুত কমিটির নেতারা। পরে ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে তালিকার স্বচ্ছতা যাচাই করে পুনরায় কমিটি তৈরির ঘোষণা দেন তারা।

সারাবাংলা/এসআর

বাগেরহাট বিএনপি বিএনপির কমিটিতে আ.লীগ বিক্ষোভ মোংলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর