মির্জা ফখরুলের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সাক্ষাৎ
৬ জানুয়ারি ২০২৫ ১৯:২৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ২১:১১
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নন্দিত চলচ্চিত্র অভিনেতা সামাজিক সংগঠন “নিরাপদ সড়ক চাই”-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে একটি প্রকাশনা তুলে দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অবস্থাপনা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। দীর্ঘদিন যাবত ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করে যাচ্ছি। বিষয়টি আপনারা অবগত আছেন। তার একটা প্রকাশনা আপনাকে দিয়েছি।’’
তিনি বলেন, ‘‘আমরা রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটা সেমিনার করার প্রস্তুতি নিচ্ছি। আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। সেমিনারে আপনার উপস্থিতি ও বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ।’’
সারাবাংলা/এজেড/আরএস