স্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশ ধ্বংস করতে চাচ্ছে: নোমান
৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৬
চট্টগ্রাম ব্যুরো: স্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশ ধ্বংস করতে চাচ্ছে বলে মনে করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিদেশযাত্রার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে নোমান তার কাছে এ কথা বলেছেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর লালখান বাজারের পিটস্টপ রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সভায় আবদুল্লাহ আল নোমান বিষয়টি জানান।
এর আগে, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আবদুল্লাহ আল নোমান ও তার ছেলে সাঈদ আল নোমান।
সাক্ষাতে কী কথা হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশেষ কোনো কথা নেই। সংগঠনের অগ্রগতির বিষয়ে কথা হয়েছে। আমি বলেছি— বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিরোধী দু-একটি দল পেছন থেকে ছুরিকাঘাত করে দেশকে ধ্বংস করতে চাচ্ছে। তিনি বললেন— আমাদের কাজ ফল দেবে, আমাদের কাজের মধ্য দিয়ে মানুষ মূল্যয়ন করবে।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের মধ্যে চলমান ষড়যন্ত্র কার্যক্রম প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নোমান বলেন, ‘সামনের দিনে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলছে সেটাকে প্রতিহত করতে হবে। আমরা চাই দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে। ঐক্য ছাড়া ব্যক্তিগতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেটা সফল হবে না যদি অন্তর থেকে কাজ না করা হয়।’
বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা অসাধু লোকদের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বের করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতি এবং দেশের মানুষের কল্যাণ বিরোধী যে অপকর্মকাণ্ড শুরু হয়েছে সেটাকে আমরা আমাদের শক্তি দিয়ে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাব। দলের ভেতরে এবং বাইরে ঘাপটি মেরে কিছু লোক রয়ে গেছে। তাদের সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে বের করতে হবে।’
‘সাংগঠনিক শক্তি শুধু মুখে বললে হয় না। গণতন্ত্র যদি না থাকে তাহলে সেখানে যে কোনো কর্মকাণ্ড অর্থহীন হয়ে যায়। তাই আমাদের আত্মসমালোচনা করতে হবে। ভূলত্রুটি হলে সেগুলো কাটিয়ে ওঠতে হবে।আমরা শুধু কথা বলব, পথ দেখাবো কিন্তু নিজে সে পথে হাঁটবো না সেটা হয় না। কথা ও কাজে মিল থাকতে হবে।’
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, ‘দেশ ও দেশের বাইরে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সে সঙ্গে জাতীয় ঐক্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। স্বাধীনতা একক পরিবার দাবি করেছিল, জনগণ সেটা গ্রহণ করেনি। তেমনিভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন একটি পক্ষের ছিল বলে দাবি করেছে। সেটা জনগণ মেনে নেবে না। আন্দোলনের দাবিদার বিএনপি এককভাবে হতে চায় না, সারা দেশের ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোও যুক্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘আন্দোলন সংগ্রামের দল বিএনপি। জনগণের দাবি আদায়ে পুনরায় রাজপথে নামবে বিএনপি। সবার আগে সংসদ নির্বাচন, পরে বাকি সব নির্বাচন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে আবারও রাজপথে নামবে বিএনপি। রাজপথ ও রক্তকে ভয় পায় না বিএনপি। আমরা মাঠে নামতে চাই না, জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবেন না। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের কথা বলে নির্বাচনে বিলম্ব করবেন না।’
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।
সারাবাংলা/আইসি/এইচআই