Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অলি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ২১:৪৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ০৩:৩৬

খালেদা জিয়ার সঙ্গে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সাক্ষাৎ।

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় গুলশানে খালেদা জিয়ার বাসায় যান অলি আহমদ। এরপর রাত ৮টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন। তাদের মধ্যে ৩০ মিনিট আলোচনা হয়।

অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাহ উদ্দীন রাজ্জাক জানান, সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অলি আহমদ। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

সালাহ উদ্দীন রাজ্জাক আরও জানান, উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপির খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে ঢাকা রওনা দেবেন তিনি। লন্ডনে পৌঁছে সরাসরি তার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এজেড/এসআর

এলডিপি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম খালেদা জিয়া বিএনপি শুভেচ্ছা বিনিময় সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর